১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ চমক

Aug 22, 2023 - 10:06
Dec 26, 2023 - 11:15
 0  44
১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে ‘দুর্ব্যবহার’র অভিযোগ ওঠে। অভিনেত্রীও ‘যৌন হয়রানির’অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে, যা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। বিষয়টির সমাধান করার জন্য এগিয়ে আসে নাট্য সংগঠনগুলো। এ নিয়ে ১৩ আগস্ট আলোচনার টেবিলে বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।

সেখানে রায় হয়, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাও সম্পূর্ণ ভিত্তিহীন। সেজন্য চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে নির্মাতাকে।

সেই রায়ে সন্তুষ্ট ছিল না নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। তাদের দাবি ছিল, চমককে নিষিদ্ধ করা। তাই অভিনয় শিল্পী সংঘ ও টিভি প্রযোজকদের সংগঠন টেলিপ্যাবের সিদ্ধান্তের সঙ্গে একমত হননি তারা। গতকাল ২১ আগস্ট এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচালকদের সংগঠনটি ঘোষণা দিয়ে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চমককে। যা কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। 

ডিরেক্টর’স গিল্ডের সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি  সেখানেই উল্লেখ করেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে  তিন মাসের মধ্যে ডিরেক্টর’স গিল্ডের কোনো সদস্য চমকের সঙ্গে কোনো ধরণের কাজ করবে না। সঙ্গে থাকছে আর্থিক ক্ষতিপূরণ ও মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত। ক্ষতিপূরণ ও মামলার বিষয়টি আগামী ৩০ দিনের মধ্যেই সুরাহা করতে হবে তাকে। ক্ষতিপূরণ হিসেবে চমককে দিতে হবে ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়াও তার হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করতে হবে চলতি মাসের মধ্যেই। যদি এর মধ্যেই শেষ না করতে পারেন তাহলে কাজ গুলো তিন মাস পরে সম্পন্ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।’