ইউটিউব শর্টসে যুক্ত হবে স্টিকার

Aug 23, 2023 - 01:45
 0  37
ইউটিউব শর্টসে যুক্ত হবে স্টিকার

আজকাল ছোট আকারের ভিডিওর প্রতিই আগ্রহ বেশি সবার। ইউটিউবেও তাই শর্টসের চাহিদা তুঙ্গে। শর্টসের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা টাকাও আয় করেন। এবার শর্টসে কিউএন্ডএ স্টিকার যুক্ত হতে চলেছে। নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে। 

আপাতত ফিচারটি স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। মূলত শর্টসে এখন কন্টেন্ট ক্রিয়েটররা প্রশ্ন যুক্ত করতে পারবেন ও ব্যবহারকারীরা উত্তর দেবেন। অর্থাৎ কন্টেন্টের মাধ্যমেই এখন মতামত জানা যাবে। 

এছাড়া আগেও ইউটিউব কোলাব নামে একটি ফিচার যুক্ত করেছিল। আইফোনে একপাশে ভিডিও এবং অন্যপাশে প্রতিক্রিয়া দেখা যায়। 

সূত্র: ওয়াইরড