সবার জন্য মানসম্মত পরিসংখ্যান প্রতিপাদ্যে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে। মানসম্মত তথ্য ও উপাত্ত সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অপরিহার্য ভূমিকা রাখছে।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আলোচনা সভায় মূল আলোচক হিসেবে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন মানিকগঞ্জ জেলার জনমিতিক ও সামাজিক সূচক, স্বাস্থ্য ও পুষ্টি সূচক, অর্থনৈতিক সূচক, শ্রমশক্তি ও কর্মসংস্থান, বছরভিত্তিক বেকারত্বের হার, বৈদেশিক কর্মসংস্থান, দারিদ্র্য পরিসংখ্যান, কৃষি, পরিবেশ, বিদ্যুৎ খাত এবং ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।
মো. মিনার উদ্দীন বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে। মানসম্মত তথ্য ও উপাত্ত সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অপরিহার্য ভূমিকা রাখছে।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘দেশের উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রণয়ন ও বাজেট নির্ধারণে সঠিক ও মানসম্মত তথ্য অপরিহার্য। নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘ডেটা এখন শুধু কাগজে কলমে নয়, এটি ডিজিটাল উন্নয়নের চালিকাশক্তি। প্রতিটি নাগরিক, প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাকে তথ্যভিত্তিক কাজের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
বক্তারা বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পরিসংখ্যান বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।
উল্লেখ্য, জাতিসংঘ ২০১০ সালে ২০ অক্টোবর তারিখকে বিশ্ব পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করে। ২০১০ সালে প্রথমবার বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয় এবং এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে এটি পালিত হচ্ছে। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস দুটি দিবসই তথ্য ও ডেটা-ভিত্তিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে উদযাপন করা হয়।