মানিকগঞ্জে মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা

Feb 29, 2024 - 20:43
 0  15
মানিকগঞ্জে মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা

মানিকগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ এবং মায়ের দুধের উপকারিতা ও গুঁড়ো দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই অবহিতকরণ সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টিসেবা।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শাখার সভাপতি ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

ইউএনও লিটন ঢালী বলেন, ‘মায়ের দুধের কোন বিকল্প নেই। বাচ্চা জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পান করবে। মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা তা ব্যবহারের সরঞ্জামাদির আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় বা বিতরণের উদ্দেশ্যে কোন বিজ্ঞাপন মুদ্রণ, প্রদর্শন, প্রচার বা প্রকাশ করতে পারবে না। যদি কোন কারণে বাচ্চা মায়ের দুধ পান না করতে পারে তাহলে, নির্দিষ্ট ডাক্তার দিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধের দোকান থেকে বাচ্চার জন্য বিকল্প খাদ্য কিনে নিতে হবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অবহিতকরণ সভায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ তোতা, পুলিশ পরিদর্শক কহিনুর হোসেন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. আকিকুল কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।