মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Dec 12, 2023 - 15:39
 0  40
মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি’র ১১ দফা অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থন জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের খোদা হাফেজ (মোল্লা বাজার) বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জেলা কারাগারের সামনে গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুল হক আরিফ মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যোবায়েরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।