ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক, আহত তিন

মানিকগঞ্জের ঘিওরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহজাহান আলী (৩৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহজাহান মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের ঘিওর শাখায় কর্মরত ছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান আলী নিহত হন। এতে গুরুতর আহত হন আরো তিনজন। এদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকি দুইজনকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।