বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত চার

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের চাপায় লেগুনা খাদে পরে চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল কুড়িপাড়া গ্রামের মৃত পরেশ চন্দ্রের ছেলে মহাদেব চন্দ্র (৫০), বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম, ভাটবাউর গ্রামের মোতালেবের ছেলে লেগুনা চালক মো. জাহিদ হাসান (৩৩)।
নিহত জাহিদের প্রতিবেশি চাচা লুৎফর রহমান লেবু জানান, ‘আমি ডায়াবেটিকসের রোগী। প্রতিদিন সকালে হাটতে বের হই। আমরা কয়েকজন রাস্তার উল্টা পাশেই ছিলাম। জাহিদ লেগুনা থামিয়ে যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছিলো। হঠাৎ করেই পেছন থেকে আকিজ টেক্সটাইলের একটি বাস জাহিদের লেগুনাকে ধাক্কা দিলে যাত্রীসহ পাশের খাদে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে পড়ে ডুবে যায় লেগুনাটি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।’
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী একেএম রাসেল জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত হন ঘিওর উপজেলার তরা এলাকার নাসির হোসেন ও সদর উপজেলার আটিগ্রাম এলাকার মুসা নামের দুই যাত্রী। গুরুতর আহত অবস্থায় মুসাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আর নাসিরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু খবরের কাগজকে জানান, ‘আজ সকাল সাড়ে ৭ টার দিকে ভাটবাউর এলাকায় লেগুনাটি এক যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়ার সময় পেছন থেকে আকিজ টেক্সটাইলের একটি বাস ধাক্কা দিলে পাশের খাদে পড়ে লেগুনাটি পানিতে ডুবে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত ও দুই জন আহত হন। ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পলাতক রয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’