সাটুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Feb 11, 2025 - 13:26
 0  28
সাটুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।  

মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল আলম, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফসহ আরও অনেকে।  

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে খেলাধুলায় অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।