এবার ফোনেই অনুবাদ করার সুযোগ দিচ্ছে জিমেইল

Aug 16, 2023 - 01:26
 0  36
এবার ফোনেই অনুবাদ করার সুযোগ দিচ্ছে জিমেইল

জিমেইলের নতুন ফিচারের মাধ্যমে ট্রান্সলেট করা যাবে ই-মেইল। জিমেইলের এই নতুন ফিচার ইউজারদের স্থানীয় ভাষায় ই-মেইল অনুবাদ করতে দেবে। জিমেইলের এই ফিচার আগে শুধুমাত্র ওয়েবেই উপলব্ধ খাকলেও এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলিতেও চালু হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক জিমেইলের এই ফিচারের সমস্ত খুঁটিনাটি।

যদি একটি ই-মেইল স্প্যানিশ ভাষায় হয় এবং ইউজারদের ভাষা ইংরেজি হয়, তাহলে তাদের অনুবাদিত ই-মেইল দেখতে ‘Translate to English’ অপশনে ক্লিক করতে হবে। ইউজাররা যদি ই-মেইলটি অনুবাদ করতে না চান, তাহলে ব্যানারটি খারিজও করতে পারেন। ইউজাররা চাইলে কোনও নির্দিষ্ট ভাষা থেকে আর কখনও ই-মেইল অনুবাদ না করার অপশনও বেছে নিতে পারেন। ইউজাররা সেটিংসে তাদের অনুবাদের পছন্দগুলি কাস্টমাইজ করতে পারেন। সেখানে তারা যে ভাষা সবসময় অনুবাদ করতে চান, তা নির্বাচন করতে পারেন?

জিমেইলের নতুন ফিচার ব্যবহার করার উপায়—

একটি ই-মেইল অনুবাদ করতে ইউজারদের জিমেলের ই-মেইলের শীর্ষে থাকা ‘Translate’ অপশনে ক্লিক করতে হবে।

ইউজাররা চাইলে ট্রান্সলেটের অপশন বাতিল করতে পারেন। কিন্তু, যখন জিমেইল শনাক্ত করবে যে ই-মেইলের বিষয়বস্তু সেট করা ভাষা থেকে আলাদা তা আবার দেখা যাবে।

একটি নির্দিষ্ট ভাষার জন্য ‘Translate’ ব্যানারটি বন্ধ করতে, ইউজারদের ‘Don’t translate [language] again’ অপশনটি বেছে নিতে হবে।

যদি সিস্টেমটি অন্য ভাষা শনাক্ত না করে তবে মেইলটিকে ম্যানুয়ালি অনুবাদ করার একটি বিকল্প থ্রি ডট মেনুতে পাওয়া যাবে।