নতুন রূপে আসছে ইয়ামাহার নব্বই দশকের বাইক
২৭ বছর পর নতুন রূপে ফিরে আসছে সেই ইয়ামাহা বাইকটি। ভারতে এই বাইকের গ্রাহক সংখ্যা আছে এখনো। সে কারণেই ভারতের বাজারে সংস্থাটি তাদের এই বাইকটি ফিরিয়ে আনছে।

জনপ্রিয় বাইক সংস্থা ইয়ামাহা পুরোনো একটি বাইকের নতুন ভার্সন আনছে বাজারে। ইয়ামাহার জনপ্রিয় আরএক্স১০০ বাইকটির নতুন মডেল আসছে খুব শিগগির। বাইকটি দুর্দান্ত পারফরম্যান্স আর শক্তিশালী পিকআপের জন্য অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে। তবে ১৯৯৬ সালে সংস্থাটি বাইকটির ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয়।
সংস্থার পক্ষ থেকে বলা হয়, ইয়ামাহা আরএক্স ১০০ বাইকটি সেসময় ভারতের জন্য একটি বিশেষ মডেল ছিল। বাইকের স্টাইলিং, হালকা ওজন, শক্তি এবং যে শব্দ বাইকটি তৈরি করে, তা অনেকেরই মন জিতে নিয়েছিল। জনপ্রিয় সেই বাইকের নতুন প্রজন্মের ইঞ্জিন অন্তত ২০০সিসির হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তারা। তাতেও যে শব্দটা আগের মতোই হবে, এমন কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই। তবে কবে লঞ্চ করা হবে এই বাইক তা এখনো জানা যায়নি।