বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামের অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ডা. আব্দুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন মানিকগঞ্জের একজন গর্ব ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে মানিকগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হল। বর্তমানে দেশের যুবক সমাজ মাদকের জন্য ধ্বংসের দিকে যাচ্ছে। আর এই খেলাই পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে।
ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, মুলত মাদক থেকে যুবক সমাজকে রক্ষা
করতেই এ খেলার আয়োজন। আমার বাবা দেশের জন্য যে অবদান রেখে গেছেন তার সেই কাজকে স্মরনীয় রাখতে নতুন প্রজন্মের যুবকদের ভালো কাজে রাখার প্রয়াস মাত্র। এই খেলা বিগত দুই বছর থেকে শুরু করে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৈয়বুল আযহার উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিনের সহধর্মিণী ছাবেরা খাতুন, ডা. মাকছুদা পূণ্যি প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী এই খেলায় কাটিগ্রাম স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ গ্রীণ ভ্যালী স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করে। উক্ত খেলায় মোট ১১টি দল প্রতিযোগিতা করবে।