ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিলেন নেইমার

Aug 16, 2023 - 00:18
Dec 26, 2023 - 11:10
 0  33
ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিলেন নেইমার

সব জল্পনার অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ফুটবলকেই বিদায় বলে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘রাজপুত্র’ নেইমার। ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের পথ অনুসরণ করে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তিনি। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার।

নেইমারকে পেতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে আল হিলালকে। আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, নেইমারকে দলে টানতে ৯ কোটি ইউরো (৬ কোটি এবং ৩ কোটি ভ্যারিয়েবলস) খরচ করতে হচ্ছে তাদের। তাছাড়া দুই বছরে নেইমরকে ১৬ কোটি ইউরো (১৬০ মিলিয়ন) বেতন দেবে ক্লাবটি।

এ বিষয়ে ট্রান্সফার মার্কেট গুরু ফাব্রিৎসিও রোমানো টুইট করেছেন, নেইমারের শারীরিক পরীক্ষার জন্য চলছে আয়োজন। উভয়পক্ষের সম্মতিতে কাগজপত্রও প্রস্তুত। এ সপ্তাহেই মধ্যপ্রাচ্যে উড়াল দিবেন তিনি।

ওই টুইটে আল হিলালে নেইমারের শার্ট নম্বরও প্রকাশ করেছেন রোমানো। পিএসজির মতোই ১০ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।