ভাটবাউর আড়তে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোনাজাতে বিশেষ দোয়ায় মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়।
তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ভাটবাউর কাঁচা–পাকা মালের আড়তের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আড়ত কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ রকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সিলকন দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়তের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামিল উদ্দিন আহমেদ মনি। এছাড়া আড়তের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ঝন্টু, কোষাধ্যক্ষ লিটন মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. রুবেল মিয়া, মো. রিপন মিয়া, মোহাম্মদ তুহিন দেওয়ান, মো. আব্বাস মিয়াসহ আড়তের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মোনাজাতে বিশেষ দোয়ায় মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়।