প্রবাসীর বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

ঘরে থাকা আলমারীর ড্রয়ার ও ওয়ারড্রবের তালা ভেঙ্গে ২৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

Dec 7, 2025 - 08:26
 0  10
প্রবাসীর বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে লাকি আক্তার মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

শনিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া এলাকার প্রবাসীর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ভুক্তভোগী লাকি আক্তার শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পার্শ্ববর্তী এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান। তার অনুপস্থিতিতে রান্না ঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ঘরে থাকা আলমারীর ড্রয়ার ও ওয়ারড্রবের তালা ভেঙ্গে ২৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। এবিষয়ে সন্দেহমূলক চারজনের নাম অভিযোগে তিনি উল্লেখ করেন।

ভুক্তভোগী লাকি আক্তার জানান, তার স্বামী সূর্য মিয়া দুবাই প্রবাসী থাকার কারনে তিনি সন্তান ও বোনকে নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। বাবার বাড়ি পাশের এলাকায় বেড়াতে গেলে তার ঘরের আলমারী ও ওয়ারড্রবে থাকা ৮ ভরি ওজনের স্বর্ণের সিতা হার, ৪ ভরি গলার হার, ৫ ভরি ৮ আনা দুইটি স্বর্ণের চেইন, ২ ভরি ওজনের দুই জোড়া ঝুমকা, ৮ আনা টিকলী, এক ভরি ওজনের সোনার ব্যাগ এবং ৩ ভরি ওজনের ৮টি আংটি, বেসলেট ও  নগদ ৪০ হাজার টাকা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। পূর্ব পরিকল্পিতভাবেই ঘরে ঢুকে এই লুটপাট চালানো হয়েছে। আমি ৯৯৯ এ ফোন করে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের নিকট আমার চুরিকৃত মালামাল উদ্ধারে সহযোগিতা চাই।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এবিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।