জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। 

Jun 25, 2025 - 10:59
 0  21
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হামজা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ সম্পাদক। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরণ আইনের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।