মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্প
প্রকল্পের চিকিৎসক ও থেরাপিস্টগণ দিনব্যাপী ক্যাম্পে উপস্থিত থেকে দুই শতাধিক রোগীকে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের মধ্যে ছিলেন নারী, শিশু, প্রবীণ ও বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা।
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্প।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ইক্যুইট্যাবল এ্যান্ড ইনক্লুসিভ হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি প্রকল্পের সহযোগিতায় সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসন এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর সহায়তায় এই ক্যাম্প আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রাথমিকভাবে বিভিন্ন ধরণের প্রতিবন্ধীতা সনাক্তকরণ এবং প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের (যেমন: স্ট্রোক, প্যারালাইসিসসহ অন্যান্য শারীরিক সমস্যা) বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
প্রকল্পের চিকিৎসক ও থেরাপিস্টগণ দিনব্যাপী ক্যাম্পে উপস্থিত থেকে দুই শতাধিক রোগীকে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের মধ্যে ছিলেন নারী, শিশু, প্রবীণ ও বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা।
সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মাছুদুল হক মানিকগঞ্জ জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
প্রকল্প ব্যবস্থাপক রহমতুল বারী জানান, বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী ও প্রতিবন্ধী মেয়েদের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়াও পরবর্তীতে এই থেরাপি ও পুনর্বাসন সেবা পাওয়ার জন্য সিআরপি মানিকগঞ্জ এ যোগাযোগের জন্য অনুরোধ জানান ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম।