সামিয়া হত্যার অপরাধীদের বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

Mar 9, 2024 - 20:06
 0  60
সামিয়া হত্যার অপরাধীদের বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থী সামিয়া হত্যার অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারই বিদ্যালয়ের সহপাঠীরা।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, সামিয়া মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল। সে কোনভাবেই আত্মহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। যাতে করে আর কোন স্কুলের শিক্ষার্থীর এভাবে মৃত্যু না হয়।

এর আগে, সামিয়া ইসলাম মার্চের ২ তারিখে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।