মানিকগঞ্জে ৫২তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার। এসময় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ মোট ৪২টি এ্যাথলেট ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।