ক্রিকেটার থেকে সংগঠক—বিসিবি ভোটার তালিকায় পিন্টু

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ছাত্র ও অধিনায়ক ছিলেন। মানিকগঞ্জ জেলা দলের ক্রিকেটার হিসেবে খেলার পাশাপাশি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

Sep 26, 2025 - 23:06
 0  67
ক্রিকেটার থেকে সংগঠক—বিসিবি ভোটার তালিকায় পিন্টু
কাজী হারুনুর রশিদ পিন্টু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছেন মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কাজী হারুনুর রশিদ পিন্টু। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাজী হারুনুর রশিদ পিন্টু প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী কাজী বদরুদ্দিন ও কাজী হোসনে আরা দম্পত্তির মেঝ ছেলে। ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে গভীরভাবে যুক্ত তিনি। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ছাত্র ও অধিনায়ক ছিলেন। মানিকগঞ্জ জেলা দলের ক্রিকেটার হিসেবে খেলার পাশাপাশি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এরপর ডাক পান জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের হয়ে মাঠ কাঁপান তিনি। কর্পোরেট লিগেও অংশগ্রহণ করেন নিয়মিত। মাঠের খেলায় অভিজ্ঞ এই ক্রিকেটার বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি বিসিবির কাউন্সিলর ও ভোটার হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) মানিকগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

বিসিবির আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠায় কাজী হারুনুর রশিদ পিন্টু ভোট প্রদানের সুযোগ পাবেন। এতে মানিকগঞ্জ জেলা ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।