জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) হরিরামপুর উপজেলার বাস্তা বাজার জামে মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল বাসার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ জেলা জেটেবের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম সবুজ এবং সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তারেক, মানিকগঞ্জ জেলা জেটেবের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরজু, হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সজল কাজী এবং শিবালয় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. রাসেল।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।