অসহায় মানুষকে ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

Mar 29, 2025 - 19:33
 0  13
অসহায় মানুষকে ঈদ উপহার  দিলেন ইউপি চেয়ারম্যান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার  শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে গরিব,অসহায়, দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

শনিবার (২৯মার্চ) শিবালয় ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট আলাল চেয়ারম্যানের অফিসের সামনে ও পরে শুকতারা কিন্ডারগার্টেন, আব্দুল জলিল একাডেমীতে নয়টি ওয়ার্ডে মোট দুই হাজার পাঁচশত  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, ঈদ মানে আনন্দ খুশি, কিন্তু আমাদের দেশের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ঈদ উৎসব এখন ধনী মানুষের জন্য সীমাহীন আনন্দ বিলাস। অপরদিকে খেটে খাওয়া গরীব মানুষের ঈদ উৎসব করার সামর্থ্যই নেই। তাঁদের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈদে অনেকের পক্ষে নতুন কাপড় কেনা তো দূরের কথা, এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাও কঠিন হয়ে যায়। সমাজের পিছিয়ে পড়া এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো দেশের সামর্থ্যবান সকল মানুষের দায়িত্ব।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী- পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।

গরীব অসহায় দরিদ্র মানুষের প্রতি জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে। তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।