স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি দুর্জয়

Oct 1, 2023 - 23:44
 0  25
স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি দুর্জয়

মৃত্যু ভয়কে উপেক্ষা করে নানা চড়াই-উৎরাই পার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০৪১-কে সামনে রেখে উন্নত, সমৃদ্ধ, টেকসই, স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। 

শনিবার দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এমপি দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের গর্ব ও অহংকারের প্রতীক। বিশ্বের বিদ্যমান সব সমস্যার সমাধানকল্পে তিনি আন্তর্জাতিক ফোরামে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একসময় নিপীড়িত-নির্যাতিত এবং অবহেলিত দেশ থাকলেও বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। পৃথিবীর বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রও এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হওয়া খুব দূরে নয়।’

এসময় মনিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর শাওন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. এ আব্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতোয়ার রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাত হাজার সাতশত ৭৭টি গাছের চারা বিতরণ করেন। এর আগে, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।