৫ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়া উপজেলার বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেফতার মো. রেজাউল করিম কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামাড়ি উপজেলার ছিট পাইকছড়া গ্রামের বাসিন্দা।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, 'গ্রেফতার রেজাউল একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা এনে ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিল। এমন সংবাদ পাওয়ার পর র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল আজ দুপুরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে।'
এ ঘটনায় গ্রেফতার রেজাউলকে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।