সাটুরিয়ায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের রুস্তম আলী ও একই গ্রামের সুমন মিয়া।
ওসি সুকুমার বিশ্বাস বলেন, দুইটি সিএনজি নিয়ে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে আসে আন্তজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য। শুক্রবার গভীর রাতে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হলেও অন্য একটি সিএনজিতে করে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার রুস্তমের নামে একটি হত্যা মামলাসহ একাধিক ডাকাতি, অস্ত্র, বিস্ফোরণ, চেতনাশক ও চুরি মামলা রয়েছে। অপরদিকে সুমনের বিরুদ্ধে ১টি দস্যুতা ও ৫টি চুরি মামলা রয়েছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।