চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি ভারতীয় ধর্মগুরুর!

Aug 29, 2023 - 01:40
 0  41
চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি ভারতীয় ধর্মগুরুর!

চাঁদে সফলভাবে চন্দ্রযান-৩ পাঠানো পর এবার চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি করেছেন ভারতীয় এক ধর্মগুরু। শুধু তাই নয়, যে স্থানে চন্দ্রযা-৩ অবতরণ করেছে সেই স্থানকে চাঁদের রাজধানী হিসাবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি। খবর: এনডিটিভি

ভারতীয় ওই ধর্মগুরুর নাম স্বামী চক্রপানি মহারাজ। তিনি অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। এই ধর্মগুরু প্রায়ই তার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনাম হন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে স্থানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে সে স্থানকে রাজধানী এবং চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য চক্রপানি রোববার এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানান। 

তার দাবি, অন্য কোনো ধর্ম চাঁদের ওপর মালিকানা ঘোষণা করার আগে যেন সরকার এই দাবি জানায়। এমনকি এই বিষয়ে সংসদে প্রস্তাবনা পাসেরও দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় চক্রপানি বলেন, যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই শিবশক্তি পয়েন্টকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, যাতে কোনো জিহাদি মানসিকতা সেখানে পৌঁছতে না পারে।