৬ বিয়ের পরও নিজেকে কুমারী দাবি রোকসানার!

Aug 29, 2023 - 01:30
Aug 29, 2023 - 01:31
 0  17
৬ বিয়ের পরও নিজেকে কুমারী দাবি রোকসানার!

একটি দুটি নয় বিয়ে করেছেন ছয়টি। বিয়ে করাই যেন তার নেশা। তবে পঞ্চম বিয়ের কাবিনেও নিজেকে দেখিয়েছেন কুমারী। এমন কাণ্ড ঘটিয়েছেন জামালপুর পৌর এলাকার চালাপাড়ার রোকসানা আক্তার শিল নামের এক তরুণী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, এই তরুণী জেলার বিভিন্ন জায়গায় বিয়ে করেছেন। প্রথমে সমাজের প্রতিষ্ঠিত উচ্চবিত্ত টাকাওয়ালা পুরুষদের টার্গেট করে। তারপর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে মোটা অঙ্কের কাবিন নিয়ে বিয়ে করেন। তার কাবিনের সময় কনে ও বরপক্ষের কোনো সাক্ষী থাকে না। তার ভাড়া করা লোকজনই এসব বিয়ের সাক্ষী হিসেবে থাকতেন।

রোকসানার প্রতারণার সর্বশেষ ‘শিকার’ হয়েছেন ইসলামপুর পৌরসভার নটারকান্দা এলাকার বাসিন্দা জাকিউল ইসলাম তিব্বতের একমাত্র ছেলে মেহেদী হাসান। এরপরই এক এক করে ওই তরুণীর পাঁচ বিয়ের বিষয় ফাঁস হয়।

রোকসানার ষষ্ঠপক্ষের শ্বশুর জাকিউল ইসলাম তিব্বত জানান, মেহেদী হাসান তার একমাত্র ছেলে। রোকসানা মেহেদীকে কৌশলে মন ভুলিয়ে ২০২২ সালের ১৬ ডিসেম্বর ২০ লাখ টাকার কাবিনে বিয়ে করেন। পরে মেহেদী জানতে পারেন, রোকসানার আরও পাঁচ জায়গায় বিয়ে হয়েছিল।

তিনি আরও বলেন, শুধু টাকার জন্যই বিয়ে করে আগের স্বামীদের সর্বস্বান্ত করে পথে বসিয়েছে রোকসানা। এমনকি এ বছরের ২ জানুয়ারি তাদের বিরুদ্ধেও অভিযোগ দিয়ে মামলা দিয়েছেন রোকসানা।

তবে ছয় বিয়ের কথা অস্বীকার করে রোকসানা বলেন, তার ছয়টি বিয়ে হয়নি, দু'টি বিয়ে হয়েছে।

জামালপুরে নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, বিভিন্ন মাধ্যমে এই মেয়ের ছয় বিয়ের বিষয়টি জানতে পরেছি। তরে আমার জানামতে তার তিনটি বিয়ের কাবিননামা আমার কাছে আছে। বাকি তিনটি বিয়ের বিষয়ে আমার জানা নেই। তবে অন্য কাজীদের কাছেও বাকি কাবিননামা থাকতে পারে বলে জানান তিনি।