মানিকগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Nov 8, 2023 - 09:55
 0  23
মানিকগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ। 

গ্রেফতারকৃত মো. মনজুর আলম (৩২) কক্সবাজার সদর উপজেলার বাদশা ঘোনা গ্রামের দুলা মিয়ার ছেলে।

ডিবির পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার দক্ষিন ধল্লা গ্রামের ফোর্ডনগর এলাকার ছামাদ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০  হাজার টাকা।’

তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।