মাগুরায় অস্ত্রসহ গ্রেফতার তিন

গোপন সংবাদের ভিত্তিতে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিনজনকে করেছে গ্রেফতার পুলিশ ৷
সোমবার দুপুর ১২টার দিকে মাগুরার শালিখা উপজেলার হরিশপুর পশ্চিম পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর মধ্যপাড়া গ্রামের ইয়াসির আরাফাত, একই গ্রামের মো. জিসান মোল্যা ও বাঘারাপাড়ার পাঠানপাইকপাড়া গ্রামের মাহিম খান মিরাজ৷
শালিখা থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলার হরিশপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার করে৷ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে শালিখা থানায় একটি মামলা হয়েছে৷