কেন প্রবীর মিত্র থেকে 'হাসান ইমাম' হয়েছিলেন

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের সময় তিনি নিজের নাম পরিবর্তন করে ‘হাসান ইমাম’ রেখেছিলেন।

Jan 7, 2025 - 01:49
Jan 7, 2025 - 01:50
 0  15
কেন প্রবীর মিত্র থেকে 'হাসান ইমাম' হয়েছিলেন
প্রবীর মিত্র

প্রবীর মিত্রের ধর্মীয় পরিচয় নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, স্ত্রীকে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, 'আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।'

তবে তিনি এটাও স্পষ্ট করেছিলেন যে, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। তার বিশ্বাস ছিল, 'সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষ সবার উপরে।' পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের সময় তিনি নিজের নাম পরিবর্তন করে ‘হাসান ইমাম’ রেখেছিলেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীর মিত্র ‘লালকুটি’ থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। বড় পর্দায় তার অভিষেক হয় পরিচালক এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথমদিকে নায়ক চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে তিনি চরিত্রাভিনেতা হিসেবে খ্যাতি লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি প্রবীর মিত্র ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি। ষাটের দশকে তিনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। একই সময় ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন ফায়ার সার্ভিস দলের হয়ে এবং সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছেন কামাল স্পোর্টিং ক্লাবের হয়ে।

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। গত ২২ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।