১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নামল ৯৯৯ টাকায়

Jul 3, 2023 - 17:07
 0  13
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নামল ৯৯৯ টাকায়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

সোমবার (৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিইআরসি জুলাই মাসের নতুন দাম ঘোষণা করেছে।

প্রতি কেজি এলপিজির দাম ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৮৬ টাকা ২৫ পয়সা। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম হলো ৯৯৯ টাকা। জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৭৪ টাকা ছিল।

সৌদি সিপি অনুযায়ী, প্রতি টন প্রপেনের দাম ৪০০ ডলার এবং বিউটেনের দাম ৩৭৫ ডলার ধরা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড (বাসাবাড়িতে কেন্দ্রীয় এলপিজি) এর দাম ৭৯ দশমিক ৯৮ টাকা এবং অটোগ্যাসের দাম ৪৬ দশমিক ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন ছাড়াও সংবাদ সম্মেলনে বিইআরসির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।