শিবালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

লিটন আহমেদ: বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নানা আয়োজন। রঙিন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লোকজ ঐতিহ্যের সমাহারে মুখর ছিল পুরো উপজেলা।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা। ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সেটি আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ। ব্যানার, মুখোশ আর পল্লি সংস্কৃতির উপকরণে সজ্জিত ছিল পুরো মিছিল।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন।
বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই আয়োজনটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিবসের শেষভাগে, বিকেল ৩টায় ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে আয়োজন করা হয় বাউল, ভাটিয়ালি, জারি-সারিসহ লোকজ সংগীতের আসর। ছিল দড়ি টানাটানি, কাবাডিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা।
পুরো আয়োজনজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই উৎসব নতুন বছরে শিবালয়বাসীর মনে এনে দিয়েছে আনন্দ ও প্রাণচাঞ্চল্য।