আগামী নির্বাচনে যে কোন মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে: এমপি দুর্জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী না হলে দেশে সকল উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘যে কোন মূল্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী না হলে কারো অবস্থান থাকবে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’
আজ বিকালে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল নেতাকর্মীদের জন্য রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাঈমুর রহমান দুর্জয় বিএনপি প্রসঙ্গে বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি দেশে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। হরতাল-অবরোধ দিয়ে মানুষের সম্পদ নষ্ট, আগুন দিয়ে গাড়ি পোঁড়ানোর মত কাজ করছে। মূলত তারা সন্ত্রাসী কার্যকলাপ করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। এগুলো আমরা আগেও দেখেছি। এসব সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তখনো দেশে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে মানুষের মন জয় করে, দেশের উন্নয়ন করে আসতে হয়।’
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কদ্দুস, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক মো. হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করেন মো ইসমাইল হোসেন।