স্বেচ্ছাসেবক লীগ নেতার গায়ে পুলিশের জ্যাকেট, এসআই ক্লোজড

Nov 8, 2023 - 22:46
 0  13
স্বেচ্ছাসেবক লীগ নেতার গায়ে পুলিশের জ্যাকেট, এসআই ক্লোজড

স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী পুলিশের জ্যাকেট পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গত ১ নভেম্বর এ ঘটনায় সহিদুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

গত ৩১ অক্টোবর বিএনপির সরকারবিরোধী কর্মসূচির সময় পুলিশের জ্যাকেট পরে তোলা একটি ছবি বগুড়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এসআই সহিদুল ইসলাম বলেন, ‘ধুনটে নিমগাছি বিট অফিসে দুপুরের খাবার খেতে যাওয়ার আগে আমি ও আমার আরেক সহকর্মী বিট অফিসে জ্যাকেটটি খুলে রাখি। খেয়ে আসার পর স্বাভাবিকভাবে ডিউটি শুরু করি। কিন্তু রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি আমার কাছে জানতে চাইলে বুঝতে পারি, স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা জ্যাকেটটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।’

এ বিষয়ে সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানান, কোনো অসৎ উদ্দেশ্যে ছবিটি পোস্ট করা হয়নি, নিছক কৌতূহলবশত ছবিটি তোলা হয়েছিল। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এসআই সহিদুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।