সময়মত না এলে বিএনপিও টাইমড আউট হবে: সাদ্দাম

Nov 8, 2023 - 17:57
 0  22
সময়মত না এলে বিএনপিও টাইমড আউট হবে: সাদ্দাম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে না এলে বিএনপি ‘টাইমড আউট’ হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ম্যাচে আপনারা দেখেছেন, নির্ধারিত সময়ে ক্রিজে না আসায় টাইমড আউট হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচনে না এলে বিএনপিও টাইমড আউট হবে।’

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

হরতাল-অবরোধের প্রসঙ্গে বলেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রাকে যারা রোধ করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, যারা অবৈধ অবরোধ ডাকছে, তাদেরকেই অবরুদ্ধ করতে সারা বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে।’

সমাবেশ থেকে বৃহস্পতিবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিছিল ও বিক্ষোভ-সমাবেশের ডাক দেন ছাত্রলীগ সভাপতি।