শেখ মনির জন্মদিনে জেলা যুবলীগের ‘তারুন্যের জয়যাত্রা’ সমাবেশ

Dec 4, 2023 - 18:03
 0  24
শেখ মনির জন্মদিনে জেলা যুবলীগের ‘তারুন্যের জয়যাত্রা’ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘তারুন্যের জয়যাত্রা’ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালী বের হয়ে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাব এর সামনে সংক্ষিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর প্রধান হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ শেখ মনি ও তার সহধর্মিণীকে হত্যা করে পাকিস্তানি দোসররা। শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

সমাবেশের প্রধান বক্তা হিসেবে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘রাজনীতির পাশাপাশি শেখ ফজলুল হক মনি ছিলেন একজন সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিণত হয়েছিলেন। তিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্য মানিকগঞ্জবাসীর কাছে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম খান মনি, সামিউল আলীম রনি, সাদিকুল ইসলাম সোহা, যুবলীগ নেতা ওমর ফারুক, পৌর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, খন্দকার সুজন, মাহমুদুল হক শুভ, মশিউর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।