৫ লাখ টাকা হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকেলে তাদেরকে উপজেলার নয়াকান্দি বাজার থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি (জরিনা কলেজ) এলাকার মো. জীবন মাহমুদ জুয়েল ও বড় সুরুন্ডী গ্রামের মো. সোহাগ সিকদার।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গতকাল বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি বাজার থেকে জুয়েলকে ২৯ গ্রাম ও সোহাগকে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।’