বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শুক্রবার শহরের বেউথা ব্রীজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে শহরের ল-কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী জনসমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।
বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে এখানে জড়ো হন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে মানিকগঞ্জ শহর এলাকা।
জনসমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাংগঠনিক সম্পাদক এ্যাড: নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার প্রমুখ।
জনসমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদল, তাতীদল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তরা বলেন, এই সরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাই নিরদলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না। দেশ নায়ক তারেক রহমান খুব শিগগির কঠোর আন্দোলনের নির্দেশনা দিবেন, আমরা আন্দোলন সফল করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।