বিএনপি সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়: স্বাস্থ্যমন্ত্রী

Sep 2, 2023 - 11:50
 0  15
বিএনপি সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়: স্বাস্থ্যমন্ত্রী

‘বিএনপি নির্বাচনে আসে না, তারা বলে আমরা নির্বাচনে আসবো না। তারা সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘তারা বলে দেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযাযী নির্বাচন করবো না। কিন্তু বাংলার মানুষ তা কখনো হতে দিবে না। এদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; শেখ হাসিনার অধিনে। এর বাইরে আর কোনো সুযোগ নেই।’
 
শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে তারা দেশে কোনো উন্নয়ন করেনি। তারা করেছে বোমা হামলা। আমরা দেখেছি কিভাবে বোমা হামলা করে মানুষ মেরেছে তারা। আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বিগত নির্বাচনে বিএনপি সন্ত্রাস করেছে, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের বাঁধাগ্রস্থ করেছে। দেশে দিনের পর দিন হরতাল দিয়েছে। মানুষ পুড়িয়েছে, গাড়ী পুড়িয়েছে, কলকারখানা পুড়িয়েছে। এগুলোই তাদের কাজ।’

দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, দিঘী ইউপি চেয়ারম্যার আকতার আহমেদ রাজা, জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।