মানিকগঞ্জে অবরোধে নাশকতা এড়াতে মাঠে ছাত্রলীগ

Nov 1, 2023 - 11:18
Nov 1, 2023 - 11:18
 0  15
মানিকগঞ্জে অবরোধে নাশকতা এড়াতে মাঠে ছাত্রলীগ

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে মোটরসাইকেলে মহড়াসহ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার ভোর থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে বের হয় নেতাকর্মীরা। পরে তারা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে অবস্থান নেয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন বলেন, ‘বিএনপি-জামায়াত তিনদিনের অবরোধ দিয়েছে। তারা সাধারণ মানুষকে জিম্মির অপরাজনীতি শুরু করেছে। কিন্তু তাদের অপকর্ম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তায় ছাত্রলীগ মাঠে নেমেছে। মানিকগঞ্জে এই অপশক্তির ঠাঁই হয়নি এবং হবেও না। তারা যতদিন জ্বালাও পুড়াও কর্মসূচি দিবে, ততদিন আমরা মাঠে থাকবো।’ 

তিনদিনের অবরোধ কর্মসূচির নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ‘সতর্ক পাহারায়’ থাকার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা আসলে সন্ত্রাস, জঙ্গিবাদের দল। বিএনপি-জামায়াতের অপতৎপরতা বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের এই অবস্থান কর্মসূচি তিনদিন থাকবে।  আজকে ছাত্রসমাজ সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে। কোনোভাবেই আর অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া যাবে না।’

এদিকে তিনদিনের অবরোধকে সামনে রাখে মাঠে কাজ করছেন পুলিশ, র‌্যাব ও বিজিবি।