বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়: এমপি দুর্জয়

Jul 25, 2023 - 10:45
 0  32
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়: এমপি দুর্জয়

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়, তিনি ভাল থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।

সোমবার  বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে বিদ্যুতের খাম্বা ছিল, কিন্তু বিদ্যুত ছিল না । শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। এছাড়া ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন, নদী ভাঙ্গন রোধে ব্যাপক কাজ হয়েছে এই এলাকায়। স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় যেতে চায় । তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে জনসাধারনের প্রতি আহবান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য  আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা একটা সময় অনেক অবহেলিত ছিল। আমরা চরাঞ্চলের জনগণের জন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করেছি। আমাদের সরকার জনগণের জন্য কাজ করেছেন। এসব কাজের মাধ্যমে তিনি আমাদের জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আপনারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা ভোটার ও জনগনের কাছে তুলে ধরবেন ।

চরকাটারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী হিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন- মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:মঈন উদ্দিন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, চরকাটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার প্রমুখ।

এর পরে তিনি চরকাটারী এলাকায় নদী শাসন কাজের অগ্রগতি পরিদর্শন,বৈন্যাপাড়া হযরত ইমাম হাসান হোসাইন (রাঃ)জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,মুসলিমপুর (চরগোবিন্দপুর) দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা ও মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ওমর ফারুক জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।