বিএনপি, জাতীয় পার্টির আমলে দেশে কি উন্নয়ন হয়েছে সবাই জানে: মমতাজ

মানিকগঞ্জের সিংগাইরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সিংগাইরের বাউল কমপ্লেক্সে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ মমতাজ বেগম।
প্রধান অতিথির বক্তবে মমতাজ বেগম বলেন, ‘এদেশে আগেও জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় ছিলো। তারা দেশের কি উন্নয়ন করেছে আপনারা সবাই তা জানেন। আওয়ামী সরকার দেশে কি পরিমান উন্নয়ন করছে তা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আশেপাশে ভালোভাবে তাকালেই দেখতে পাবেন। স্কুলের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পড়াশোনা, বছরের প্রথমদিনে বই বিতরণ, বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন। তাই উন্নয়নের জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করে দেন।’
রোড টু স্মার্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক ইসমাইল হোসেন প্রশিক্ষণ দেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা প্রশিক্ষণ নেন।
এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, ডা. রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, মোহাম্মদ কহিনুর ইসলাম সানিসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।