সিংগাইরে তিন শতাধিক শিক্ষকের সাথে টুলুর মতবিনিময়

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩টি কিন্ডারগার্টেন স্কুলের তিন শতাধিক শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মানিকগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
আজ দুপুরে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার দেওয়ান কমপ্লেক্সে তিনি এই মতবিনিময় করেন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
এ সময় তিনি বলেন, 'আমি গত ২০ বছর যাবৎ মানিকগঞ্জের সিংগাইর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি যদি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নাও পাই তারপর আমার এমন সামাজিক কাজ অব্যাহত থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্ডারগার্ডেন শিক্ষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন তিনি।'
সাহরাইল আইডিয়াল স্কুলের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, শিক্ষক আতাউর রহমান, খলিলুর রহমান, শেখ মো. ইসরাফিল প্রমুখ।