দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Oct 19, 2023 - 20:49
Oct 19, 2023 - 20:50
 0  13
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির আন্দোলন করছে, করুক। কিন্তু কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলে দিয়েছি, মানুষের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এদের কথা, এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করব। আজকের উন্নয়নগুলো ধ্বংস করুক, সেটা আমরা চাই না ‘

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সারা দেশের ৮টি বিভাগের ৩৯টি জেলায় একযোগে নবনির্মিত ১৫০টি সেতু এবং ১৪টি ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

গতকাল ১৫০টি সেতু এবং গত বছরের ৭ নভেম্বর ও ২১ ডিসেম্বর সারা দেশে ১০০ সেতু ও ১০০ সড়ক-মহাসড়ক উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে অনেক সেতু ও সড়ক-মহাসড়ক নির্মাণ করেছি। সেগুলো মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনে সুবিধা দেবে।

এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬২ জন এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৭.০৮ কোটি টাকা দিয়ে ক্ষতিপূরণ কর্মসূচি চালু করেন।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (আরএইচডি) সচিব এবিএম আমিনউল্লাহ নূরী এবং প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানও বক্তব্য দেন। 

ঢাকার মিরপুর বিআরটিএ এবং ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তাদের সঙ্গে পরে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।