দেশে শান্তি ও উন্নয়নের জন্য আ’লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে: দুর্জয়

Oct 19, 2023 - 22:34
 0  32
দেশে শান্তি ও উন্নয়নের জন্য আ’লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে: দুর্জয়

বাংলাদেশের শান্তির জন্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ঘিওর ডি.এন উচ্চ বিদ্যালযের মাঠে ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের সকল উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আপনারা কি চান দেশটা আগের যুগে ফিরে যাক। আপনারা কি চান দেশের মানুষ জঙ্গিবাদের ভিতরে পড়ুক, অশান্তিতে পড়ুক, খাদ্য নিরাপত্তা না থাকুক? সেটা তো আমরা চাই না। আমরা চাই এই দেশে শান্তি বজায় থাকুক। আমাদের ঘিওর এলাকা ছিল নদী ভাঙন এলাকা। প্রতিটা জায়গায় কাজ হয়েছে।’

দুর্জয় আরো বলেন, ‘আপনাদের বিদ্যুত দেওয়ার কথা বলে বিএনপি সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু বিদ্যুত দেয় নাই। আমরা বিদ্যুত পেয়েছি শেখ হাসিনার সময়। এই ঘিওর উপজেলা মানিকগঞ্জ জেলার মধ্যে প্রথম শতভাগ বিদ্যুতায়িত উপজেলা।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভাত দেওয়ার রীতি চালু হয়েছে। আমাদের এই ঘিওর উপজেলায় বিভিন্ন ভাতার আওতায় প্রায় ১২ হাজার সুবিধাভোগী রয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এসব ভাতার সুবিধা সব বন্ধ করে দেওয়া হবে। তাই ভবিষ্যতে এই সুবিধা চালু রাখার জন্য ২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় বিজয়ী করে প্রধানমন্ত্রী বানাতে হবে।’

এসময় ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠুসহ কয়েকজন উপকারভোগী বক্তব্য রাখেন।