কোনো দেশের বিবৃতিতে কিছু আসে যায় না: ওবায়দুল কাদের

Nov 8, 2023 - 01:26
 0  10
কোনো দেশের বিবৃতিতে কিছু আসে যায় না: ওবায়দুল কাদের

কোন ইউনিয়ন, কোন দেশ বিবৃতি দিল, তাতে আমাদের কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কোনো দেশের বিবৃতিতে কিছু আসে যায় না। আমার দেশের আইনে, আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারব না, এ কোন ধরনের গণতন্ত্র? কোথা থেকে এসেছে এই আবেগ?

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘আমার দেশের অপরাধী, খুনি, খুনের বিচার করতে পারব না, তাকে জেলে পাঠাতে পারব না? আদালত আছে। সে নিরাপদ হলে আদালত থেকে মুক্তি নেবে। আমাদের স্বাধীন বিচারব্যবস্থা আছে।’

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের পতন হয়ে গেছে। তারা ২৮ তারিখ সরকার পতন করতে চেয়েছিল। আর সেদিনই নিজেদের পতন হয়ে গেল। বাংলাদেশের রাজনীতিতে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছিলেন জিয়াউর রহমান। তাঁর উত্তরাধিকার খালেদা জিয়া, তারেক রহমান আগুন–সন্ত্রাসের সূচনা করেছে।