খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেছে জেলা বিএনপি।
বুধবার বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ শহরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাঈদ।
আফরোজা খান রিতা বলেন, ‘দেশের মানুষ ভালো নেই। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। গনতন্ত্র নেই। এদেশের মানুষের গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। কষ্টতো ১৪ বছর ধরে করেই আসছেন। আর মাত্র ৬ মাস কষ্ট করেন। কিভাবে বিএনপিকে আবার ক্ষমতায় আনা যায় তার জন্য কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পালন করতে হবে। যারা কেন্দ্র ঘোষিত নির্দেশনা মানবে না, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে ‘
আলোচনাসভা ও দোয়া মাহফিলে বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকছেদুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হক মোল্লা, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, সদস্য সচিব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জিন্নাহ খান, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ অসুস্থ সকলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।