সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে প্যানেল মেয়রের ঈদ উপহার

Apr 10, 2024 - 23:24
 0  14
সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে প্যানেল মেয়রের ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।

বুধবার বেলা ১২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের নবজাগরণ সংসদ প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। 

প্রধান অতিথির বক্তব্যে সুলতানুল আজম খান আপেল বলেন, 'আব্দুর রাজ্জাক রাজা আপনাদের ভোটে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সে প্রতি ঈদেই নিজের অর্থায়নে আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার দিয়ে তার কর্তব্য ও দায়িত্ব পালন করে আসছে। আপনারা তার জন্য দোয়া করবেন।'

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সদস্য সামিউল আলিম রনি, যুবলীগ নেতা খন্দকার সুজন, পৌর যুবলীগ নেতা আল রাফি প্রমুখ।