মানিকগঞ্জ জেলার কনিষ্ঠ প্রার্থী রাজিদুলের মনোনয়ন দাখিল

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মানিকগঞ্জ জেলার কনিষ্ঠ প্রার্থী রাজিদুল ইসলাম। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
মনোনয়ন পত্র দাখিলের পর চেয়ারম্যান প্রার্থী রাজিদুল ইসলাম বলেন, আমি মানিকগঞ্জ জেলায় কনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি প্রত্যন্ত অঞ্চল তথা দৌলতপুর উপজেলা থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার উপজেলার প্রতিটি ইউনিয়নের মুরুব্বি, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বড় ভাই, ছোট ভাই, বন্ধু ও সহকর্মীরা আমাকে সমর্থন দেওয়ার কারণে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেই।
আরো পড়ুন: আমি পেছানোর লোক না: রাজিদুল
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ছোঁয়ায় দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে কাজ করতে হলে জনপ্রতিনিধিকেও স্মার্ট হতে হবে। আমি যদি চেয়ারম্যান পদে জয়যুক্ত হই তাহলে এই প্রত্যন্ত উপজেলাকে মানিকগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশা আল্লাহ্।
মনোনয়ন পত্র দাখিল করার সময় রাজিদুল ইসলামের স্বজন, প্রতিবেশী, সহকর্মীসহ তিন শতাধিক শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন: জেলার কনিষ্ঠ প্রার্থী রাজিদুলের মনোনয়ন দাখিল
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।