আমি পেছানোর লোক না: রাজিদুল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
রবিবার বিকালে তার নিজের এলাকা উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা বাজার থেকে প্রথম নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিদুল বলেন, আমি যখন তিন বছর আগে জেলা ছাত্রলীগের জন্য প্রার্থী হই তখন অনেকেই বলাবলি শুরু করেছিলো দৌলতপুর থেকে কিভাবে ছাত্রলীগের নেতৃত্ব দিবে। স্বাধীনতার আগে বা পরে দৌলতপুর উপজেলার কোন ছেলে আওয়ামী লীগের কোন সংগঠনের নেতৃত্ব দিয়েছে বলে আমার জানা নাই। কিন্তু আমিই প্রথম যে দৌলতপুরের সন্তান হয়ে জেলায় নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমার যোগ্যতার প্রমাণ দেওয়ার কিছু নাই। আমি সেটা তিন বছর আগেই দিয়ে দিয়েছি। আমি পেছানোর লোক না আপনারা জানেন। আমি যেটা করবো বলে ভাবি সেটার ফল না আসা পর্যন্ত তার জন্য লেগে থাকি।
তিনি আরো বলেন, আমাদের রক্তে কোন বেইমানি নাই। আমার চাচা বীরমুক্তিযোদ্ধা বিল্লাল ও আমার ফুপা বীরমুক্তিযোদ্ধা বারেক তারা কখনো নেতার সাথে বেইমানি করেন নাই। আমি হলাম আপনাদের লোক, আপনাদের ছেলে, আপনাদের ভাই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার কোন ভয় নাই। স্মার্ট দৌলতপুর গড়ার জন্য যা যা প্রয়োজন তাই আমি আপনাদের পাশে নিয়ে করতে চাই।
এ সময় গালা মাজার শরীফের সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন, মুহাম্মদ হামিদুর রহমান, ধামশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম লিটন মিয়া, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তামিম ইকবাল খান, ধামশ্বর ইউনিয়ন ছাত্রলীগের আবুল কালাম আজাদসহ তিন শতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।