পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী
অধীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সোমবার পরীক্ষা দিতে আসার পর অন্যান্য শিক্ষার্থীরা তাকে আটক করে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এসে সহপাঠীদের হাতে মারধরের পর ইফতেখার মুনতাসির অধীর (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অধীর ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী এবং সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া আড়িধন ভূঁইয়া বাড়ির মৃত ইয়াসিনের ছেলে।
জানা গেছে, অধীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার পরীক্ষা দিতে আসার পর অন্যান্য শিক্ষার্থীরা তাকে আটক করে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন জানান, আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অধীরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।